বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাস্তায় নামতে হবে না।

সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে একটি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপি নেতা এ্যানি বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

এছাড়া তিনি শিক্ষকদের ন্যায্য দাবী সুবিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102