সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের দস্তারবন্দী সম্মেলন; সাড়ে তিন হাজার হাফেজ আলেমের মাথায় উঠবে সম্মানের পাগড়ি পশুর নদে নিখোঁজ সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ গাজীপুরে মানুষের সঙ্গে শিয়ালের ব্যতিক্রমী বন্ধুত্ব রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় প্রধান উপদেষ্টা ইহুদি ডেমোক্র্যাটদের মধ্যে ফাটল দেখাল মামদানির জয় বদলে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা পদ্ধতি, প্রজ্ঞাপন জারি

আমার দেশ সাংবাদিক জাহিদুলকে নির্যাতনের ঘটনায় নিন্দা এনসিপির

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক আমার দেশ-এর সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে দলের এই উদ্বেগের কথা জানান।

এনসিপি মনে করে, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ; তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।

এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে এনসিপি। দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে হবে; রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

জাতীয় নাগরিক পার্টির বিশ্বাস, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার শঙ্কা তৈরি করে। আমরা জাহিদুল ইসলাম ও সব নির্যাতিত সাংবাদিকের পাশে আছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নাগরিকদের মতপ্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার ব্যাপারে এনসিপি দঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102