বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

রক্ত দেওয়ার সময় আমরা থাকবো কিন্তু…

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন—রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ পোস্টে লেখেন—এখন পর্যন্ত এই দেশে দেখা একমাত্র দৃশ্যমান সংস্কার হলো এই ছবিতে যা দেখছেন। রক্ত দিতে হলে আমরা সামনের সারিতে থাকব, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের খুঁজেও পাবেন না। আবার বলছি!

তার এ পোস্টে দুটি ছবি দিয়ে প্রস্তুতকৃত একটি কোলাজ ছবি যুক্ত করা হয়। এতে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের শুরুর দিকে নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তৎকালীন অনেক সমন্বয়কদের সঙ্গে ছবি তুলেছেন। অন্য ছবিতে দেখা যায়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার হাসোজ্জল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

Hasnat abdullah post

এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফেসবুকে এনসিপির মিডিয়া গ্রুপে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাত ২টা ৪ মিনিটে মিডিয়া গ্রুপে দেওয়া বার্তায় লেখেন—‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

এতে বলা হয়—‘এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা “জুলাই ঘোষণাপত্র”-এর মতো আরেকটি একপক্ষীয় দলিলে পরিণত হবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির কথা উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, ‘এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102