বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে উত্তরা ১৮তে জনতার ঢল

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় দেখার আয়োজন ঘিরে জনতার উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সামনে এ প্রদর্শনীর আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের দুই পর্বের একান্ত সাক্ষাৎকারটি এ সময় এলইডি স্ক্রিনে প্রচার করা হয়। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেন।

আয়োজন শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে। তাঁর বক্তব্য সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা আমাদের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ।

অনুষ্ঠান শেষে আগত নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন মুহাম্মদ আফাজ উদ্দিন, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। দিনব্যাপী আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক উচ্ছ্বাস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102