বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হয়ে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো তখন আমরা বলেছিলাম এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে দীর্ঘ আলোচনা করে যদি কিছু বিষয়ে ঐকমত্য হয়, সেটাই যথেষ্ট না। আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যেদল পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা সেটা বাস্তবায়ন করবে।

তিনটি দাবি তুলে ধরে নাহিদ বলেন, আমরা তিনটি বিষয় নিশ্চিত হতে চাই।

১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।

২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।

৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত Constituent Power বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে- বাংলাদেশ সংবিধান, ২০২৬।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে এখন পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102