বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

উত্তরায় চুরি হওয়া ৫৮ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরার একটি কর্পোরেট অফিসের ভল্টরুম থেকে নগদ এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বুধবার) দুপুরে ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাশেদ নিজাম (৩৭) ও মো. সাইদুর রহমান (৪৩)। গ্রেফতার রাশেদ নিজাম প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। সে কুমিল্লার লাকসাম থানাধীন জগতপুরের মো. মীর হোসেনের ছেলে। সাইদুর সাভার বাজার রোড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে নগদ এক কোটি টাকা চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ডিজিএম (এডমিন, এইচআর এন্ড কমপ্লায়েন্স) মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অভিযুক্তদের আসামী করে মামলা দায়ের করেন। এরই ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার মূল আসামী মো. রাশেদ নিজামকে নগদ ত্রিশ লক্ষ টাকাসহ রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি মো. সাইদুর রহমানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় সাইদুরের রহমানের কাছ থেকে প্রায় ২৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা আগে থেকেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য জানত। সেই সুযোগেই তারা পরিকল্পিতভাবে ভল্ট রুমের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটিয়ে নগদ অর্থ আত্মসাৎ করে।

উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানায়, মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত চুরি। তদন্তে আসামিরা দীর্ঘদিন ধরে অফিসের অভ্যন্তরে কাজের সুবাদে টাকার অবস্থান ও সময় সম্পর্কে জানত।

এদিকে, প্রেস ব্রিফিংয়ে ডিএমপি উত্তরা বিভাগের ডিসি মো. মহিদুল ইসলাম বলেন- চুরি হওয়া অর্থের বাকি অংশ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই অবশিষ্ট টাকা উদ্ধার করা সম্ভব হবে। এ সময় অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102