মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়ী এলাকায় একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে। একটি তৈরি পোশাক কারখানা ও অন্যটি রাসায়নিকের গুদাম। সাততলা পোশাক কারখানাটির চতুর্থ তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

গার্মেন্টস কারখানার আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে, তবে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে, বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস ও রাসায়নিকের গুদামে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ঘন ধোঁয়া ও আগুনের শিখা আকাশে দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

রূপনগর থানা পুলিশের একটি সূত্র জানায়, ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আগুন নেভানোর সময় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য তারা যৌথভাবে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম আরও বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ ভেতরে আটকা পড়েছেন বলেও কোনো তথ্য নেই। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সর্বাত্মকভাবে কাজ করছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102