মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের ঘাঁটি দখলে নিতে চলে গুম-খুন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াত–পন্থী নেতাকর্মীদের ওপর ধারাবাহিক গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার ও বিরোধী রাজনৈতিক ঘাঁটি দখলের লক্ষ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

দৈনিক আমার দেশ-এর প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে লক্ষ্মীপুরে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমননীতি, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করেছেন, “রাজপথ থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। হাজারো নেতাকর্মীকে গুম, খুন বা মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করা হয়েছে।”

প্রতিবেদনে একাধিক নৃশংস ঘটনার উল্লেখ রয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর র‌্যাবের একটি দল বিএনপির জেলা সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসায় অভিযান চালিয়ে গুলি চালায়—এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। একই সময়ে জামায়াত নেতা ও চিকিৎসক ফয়েজ আহমেদকে বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়। পরবর্তী বছরগুলোতেও জেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে, যাদের অনেকেরই এখনো কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা বলছেন, এই ঘটনাগুলোর বিচার না হওয়ায় দোষীরা আরও সাহসী হয়ে উঠছে। প্রেসক্লাব ও নাগরিক সংগঠনগুলো অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীপুরে এই দমন–পীড়ন গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের মন্তব্য, “গুম–খুনের সংস্কৃতি রাজনৈতিক প্রতিপক্ষ দমন নয়, বরং রাষ্ট্রীয় মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।”

লক্ষ্মীপুরের সাম্প্রতিক এই পরিস্থিতি কেবল একটি জেলার রাজনৈতিক অস্থিরতা নয়, বরং জাতীয় পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতির নিরাপত্তা ও সহনশীলতার সংকটের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102