মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আনুষ্ঠানিকভাবে সারাদেশে শুরু হলো শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ উপলক্ষ্যে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এক উদ্বোধনী সভার মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম।

শিশুদের নিয়ে টিকাকেন্দ্রে আসা অভিভাবকরা জানায়, পত্রিকা ও টিভি-চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে টিকার তথ্য পেয়ে রেজিস্ট্রেশনের পর কেন্দ্রে শিশুদের নিয়ে এসেছেন তারা।

উদ্বোধনের প্রথম দিন তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে এ সময় টিকা নিতে আসা শিশুদের সরব উপস্থিতি দেখা গেছে।

এর আগে টিকা কার্যক্রমের উদ্বোধনী সভায় বক্তারা বলেন, টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমে দেশে টাইফয়েড জ্বরজনিত কারণে মৃত্যু কমে আসবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, টিকা নিয়ে সমাজে নানা ভুল ধারণা রয়েছে। কেউ কেউ একে ক্ষতিকর মনে করে। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়।

এ সময় তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা টিকার বিরুদ্ধে অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। অনলাইনে যারা বিভ্রান্তি ছড়ায়, তাদের সাইবার মামলায় অভিযুক্ত করা উচিত।

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (প্রশাসন ও অর্থ) মো. আবুল খায়ের।

এই পুলিশ কর্মকর্তা বলেন, টিকা নিয়ে অনলাইনে যারা মিথ্যা তথ্য ছড়ায়, তাদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ক্যাম্পেইনের সময়কালের বিষয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী চার সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আওতায় ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে। সবাইকে তিনি অনলাইনে রেজিস্ট্রেশনের অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102