রাজধানীর খিলক্ষেত-নিকুঞ্জ এলাকায় দীর্ঘদিনের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাসিন্দারা।
আজ সকাল ১১টায় নিকুঞ্জ লা মেরিডিয়ানের সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর নাগরিক সমাবেশ ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা অনতিবিলম্বে পথচারীদের নিত্যদিনের চলাচলে ব্যবহৃত একমাত্র ফুটওভার ব্রিজটি সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, গেল কয়েক মাস আগে ট্রাকের ধাক্কায় ফুটওভার ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এখন পর্যন্ত সংস্কার না করায় ফুটওভার ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কারের উদ্যোগ না নেয়ায় ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ ধরে রাস্তা পারাপারে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখা নিকুঞ্জ-২ এলাকার স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, প্রতিদিন ফুটওভার ব্রিজটি ধরে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকুরিজীবিসহ এলাকার হাজারো মানুষ মহাসড়ক পারাপার হন। কিন্তু, সংস্কারের অভাবে এরই মধ্যে লোহার ব্রিজটির বিভিন্ন অংশ খুলে গেছে। আবার কোথাও ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাউনীর ছিদ্র দিয়ে পানি পড়ে। এমন অবস্থায় ফুটওভার ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রশাসন এ নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।
ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজের স্থলে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখা খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, এই ফুটওভার ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের ছেলেমেয়েরা, বৃদ্ধ ও পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা আমাদেরকে সংস্কারের আশ্বাস দিয়েছে। কিন্তু, আমরা চাই এখানে নতুন করে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক। কেননা, পুরাতন লোহার ব্রিজ সংস্কার করলে কদিন পর পর সেই আগের অবস্থায় ফিরে আসবে।
তিনি বলেন, প্রশাসনকে আমরা বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এমন অবস্থায় এখানে যদি কোন দূর্ঘটনা ঘটে তবে এর দায় প্রশাসনকেই নিতে হবে।
এ সময় বক্তারা খিলক্ষেত-নিকুঞ্জ এলাকার ওই ঝূঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী।