শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা মোস্তফা জামান আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক: মোস্তফা জামান আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চাই: এম কফিল উদ্দিন আহমেদ টাইফয়েড জ্বর কীভাবে ছড়ায়? কিভাবে টিকা নিবেন? ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি টাইফয়েড জ্বর কতটা মারাত্মক? টিকা কোথায় পাবেন? সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই ১২ অক্টোবর থেকে শুরু টাইফয়েড টিকা কার্যক্রম

হংকংকে হারাতে সমর্থকদের সমর্থন চান হামজা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতেই আজ দেশে ফিরেছেন হামজা চৌধুরী।ইংল্যান্ড থেকে আজ সকালে ঢাকা বিমানবন্দরে নামেন হামজা। নিরাপদে বাংলাদেশে পৌঁছানোর পর জয়ের ব্যাপারেও আশা ব্যক্ত করেছেন লেস্টার সিটির মিডফিল্ডার।তিনি বলেছেন, ‘নিরাপদেই এসেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে আমরা খেলব। ইনশাআল্লাহ, আপনারা আমাদের সমর্থন দেবেন।জয়ের ব্যাপারে গতকাল আশার কথা শুনিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরাও। হংকং চায়নার বিপক্ষে তিন পয়েন্ট পেতে হামজার কাছে দুই ভূমিকাতেই দারুণ কিছু আশা করছেন বাংলাদেশের কোচ। তিনি বলেছেন, ‘আমি মনে করি, বর্তমান পজিশনে হামজা খুবই ভালো করছে। এমনকি সবশেষ ম্যাচে অনেক সময় সে উপরে উঠে খেলেছে, যেটার জন্য তাকে আমাদের সমর্থন দিতে হবে।রক্ষণে তার উপস্থিতির যে ভারসাম্য আমাদের কেবল সেটাই নয়, পেছন থেকে, দ্বিতীয় লাইন থেকে আমাদের জন্য তার সুযোগ তৈরি করে দেওয়াটাও প্রয়োজনীয়। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে গোলের খুবই ভালো সুযোগ সে পেয়েছিল। আমি মনে করি, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং আক্রমণভাগে মিশ্র ভূমিকা রাখার সামর্থ্য তার আছে।’হামজা ফিরলেও শমিত সোম আগামীকাল দেশে আসবেন। দুজনের কাছেই দারুণ কিছু আশা করছেন কোচ।কাবরেরা বলেছেন, ‘হংকং ম্যাচে আমরা সবার কাছে খুবই ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। ঘরের মাঠে তিন পাওয়ার জন্য এবং বাছাই পেরুনোর দাবিদারদের একজন হওয়ার জন্য এটা আমাদের জন্য আরেকটি বড় সুযোগ। আমরা শেষ পর্যন্ত এর জন্য লড়তে চাই। এটাই সবার লক্ষ্য। হামজা এবং শোমিত-তাদের কাছে আমাদের প্রত্যাশা ভালো একটা প্রভাব তারা রাখবে। হামজা আগামীকাল সকালে আসবে, সবকিছু ঠিকঠাক থাকলে সে তিনটা ট্রেনিং সেশন পাবে।আর শোমিত, তার জন্য বিষয়গুলো একটু কঠিন হবে। কেননা, সে আগামী পরশু সন্ধ্যায় পৌঁছাবে, যেটা তার জন্য একটু নেতিবাচক। সে পৌঁছালে তার সঙ্গে আমরা কথা বলব এবং সে কেমনটা অনুভব করছে, সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102