শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা মোস্তফা জামান আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক: মোস্তফা জামান আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চাই: এম কফিল উদ্দিন আহমেদ টাইফয়েড জ্বর কীভাবে ছড়ায়? কিভাবে টিকা নিবেন? ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি টাইফয়েড জ্বর কতটা মারাত্মক? টিকা কোথায় পাবেন? সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই ১২ অক্টোবর থেকে শুরু টাইফয়েড টিকা কার্যক্রম

বাবুগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ড

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘর-বাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার রাজগুরু নজরুল ও লাল খানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী পানি ও বালতি দিয়ে নেভানোর চেষ্টা চালান। তবে আগুন নেভাতে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়।তবে জরাজীর্ণ ও ভাঙা রাস্তার কারণে প্রবেশে প্রতিবন্ধকতার মুখে পড়ে ফায়ার সার্ভিস। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয় এবং ঘরবাড়ি ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।স্থানীয় বাসিন্দা কাইয়ুম খান জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এলেও রাস্তার দুরবস্থার কারণে সময়মতো আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে রয়েছে।সড়ক সংস্কার না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনায় আরো বড় ক্ষতি হতে পারে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রতিবন্ধকতা না থাকলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হত। তবে বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউ টিন, নগদ অর্থ সহায়তা ও এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, ইউপি সদস্য মোহাম্মদ শাহিন হোসেন ও মো. ওবায়দুল হক সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102