বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি, আটক ৩

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবানীপুর গ্রামের তিন যুবক জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। রিপন তাদের শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ রিপনের পেটে গুলি করে।

স্থানীয়রা আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটে এয়ারগানের গুলি আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিন যুবককে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল ও এয়ারগানসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102