বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

নর্থ সাউথে কুরআন অবমাননা বিতর্ক, শিক্ষার্থী অপূর্ব পাল আটক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব পালকে গ্রেফতার করেছে ভাটারা থানা। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়- অপূর্ব পাল ক্লাস রুমের বাইরে বসে কুরআন পায়ের নিচে রাখে। এক পর্যায়ে তাতে লাথি দেয় এবং কুরআনের পৃষ্ঠাও ছিঁড়ে ফেলে। অন্যান্য শিক্ষার্থীরা তার এই ধৃষ্টতার প্রতিবাদ করে।

ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ।  এসময় উত্তেজিত জনতা অপূর্বকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়। মারধরের মধ্যেই পৌনে ৩টার দিকে অপূর্বকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, “জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে (ঢাকা মেডিকেলে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি জানান, “আমরা বিষয়টি জানার পর তার ফেইসবুক আইডিতে কোরআন অবমানার ভিডিওর সত্যতা পেয়েছি। কিন্তু তাকে আটক করতে গেলে উত্তেজিত জনতার বাধার মুখে পড়তে হয়।”

নর্থ সাউথের এক শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক নাফসিন মেহনাজ গ্রেফতারির ছবি শেয়ার করে লেখেন, “কুরআন অবমাননার ঘটনাটির আপডেট: ছাত্ররা ঘেরাও করেছে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে—এখন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস-প্রেসিডেন্ট সাদিক কায়েম এক স্ট্যাটাসে বলেন, নর্থ সাউথে ঘটে যাওয়া এই ঘটনাটি জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছে; তিনি প্রশাসনকে ঘটনাটি দৃষ্টান্তমূলকভাবে তদন্ত করে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি আরও অনুরোধ করেন যে, কেউ সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি ব্যবহার করতে না পারে—শান্তি ও সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102