বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

দুই সহযোগীসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার আকাশ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের অভিযোগে আসাদুর রহমান আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (শনিবার) ভোররাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে আকাশসহ তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প।
গ্রেপ্তার আকাশের অপর দুই সহযোগীরা হলেন- মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় জনসাধারণের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানারকম বেআইনী কার্যক্রমে লিপ্ত ছিল। এছাড়া আকাশের নেতৃত্বে কিশোরগ্যাং বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।

সূত্র আরো জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায়তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযোগের প্রেক্ষিতে আকাশসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বানিজ্যেরও অভিযোগ রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসাদুর রহমান আকাশসহ বাকী দুই সহযোগীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতর দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে হামলা চালায় ২০/২৫ জনের একটি কিশোরগ্যাং বাহিনী। এ নিয়ে নিউজ টোয়েন্টিফোর, এশিয়ান টিভি, দৈনিক কালেরকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, দৈনিক আজকের পত্রিকাসহ একাধিক প্রথম সারির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আসাদুর রহমান ওরফে আকাশসহ অন্যদের নামে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিকরা। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102