দক্ষিণখানের প্রধান সমস্যা হলো অবকাঠামো—রাস্তা-ঘাট উন্নয়নকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” এমন প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক ছাত্রনেতা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ।
রাজধানীর দক্ষিণখান থানার বটতলা মোল্লার টেকে বুধবার বিকেল ৫টায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।
কফিলউদ্দিন আহমেদ বলেন, “আমি আপনাদের সন্তান, দক্ষিণখান থানার সন্তান। যদি আপনারা পাশে থাকেন ও দোয়া করেন, তবে আমি বিশ্বাস করি—আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদে যেতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার আইন-শৃঙ্খলা সংস্কার, কিশোরগ্যাং দমন ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে কফিলউদ্দিন আহমেদ বলেন, “খাদ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসা—মানুষের সব মৌলিক চাহিদার সমাধানই রয়েছে এই কর্মসূচিতে।”
বৈঠকে দক্ষিণখান থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।