রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত ১৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আরিফ নাশাদ আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তুরাগ থানাধীন মান্দুরা-বৃন্দাবন বস্তিতে (উত্তরা ১৭ নম্বর সেক্টর সংলগ্ন) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী, বাকীরা মাদক সেবনে জড়িত ছিল।
এ সময় বস্তির একটি কক্ষে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ২৪ লিটার বাংলা মদ ও ২ বোতল কেরু জব্দ করা হয়।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, উত্তরা ১৭ নম্বর সেক্টর সংলগ্ন বৃন্দাবন্দ-মান্দুরা এলাকায় সন্ধ্যার পর গোপণে মাদকের আড্ডা পরিচালিত করতো চক্রটি। খবর পেয়ে অভিযান চালিয়ে এ সময় চক্রের সদস্যদের গ্রেপ্তার করা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।