রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে বুধবার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে এ কর্মসূচির উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমদ আলী সাগর, পশ্চিম থানা এমপি সদস্য কাল্লু মামা, আলমগীর হোসেন, সম্রাট জাহাঙ্গীর, সাইফুল ইসলাম, পাভেল, সুবান, মোস্তফা, আক্তার, রবিউলসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
কর্মসূচি শুরু হয় ৯ নং সেক্টর কাঁচাবাজার থেকে এবং এরপর উত্তরা আধুনিক মেডিকেল, উত্তরা সায়িদ গ্র্যান্ড পর্যন্ত একটি শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন হয়। এ সময় নেতৃবৃন্দ ও কর্মীরা এলাকার মানুষদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করেন।
স্থানীয়রা জানান, লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের সমালোচনা ও রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবনার বিষয়গুলো সহজে জনসাধারণের কাছে পৌঁছে গেছে। কর্মসূচিতে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সমর্থনের দেখা মেলে।
১ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা সরাসরি এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিএনপি আশাবাদী যে, লিফলেট বিতরণের মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে জনগণ অবহিত হবে।
এ ধরনের কর্মসূচি বিএনপির স্থানীয় উদ্যোগ ও সংগঠনের শক্তি প্রদর্শনের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডের অংশ হিসেবে গণসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।