শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

পিকআপের ধাক্কায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং বিধ্বস্ত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পিরোজপুরে পিকআপের ধাক্কায় অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর কাউখালি প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝালকাঠীর রাজাপুর থেকে একটি পিকআপভ্যান পিরোজপুরের দিকে যাচ্ছিল। এটি অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর অতিক্রম করার সময় কাউখালি প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পিকআপভ্যানটি সেতুর রেলিংয়ে সজোরে  ধাক্কা দেয়। এত সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি সরিয়ে কাউখালী থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সেতুটিতে যানবাহন চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বাদী হয়ে ইতিমধ্যে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, এ বিষয়ে আমাদের দফতর থেকে মামলা করা হয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102