আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর ৪৫ নং ওয়ার্ড উত্তরখান থানা আওতাধীন দিন উত্তরখান মিয়া বাড়ি এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোগটি পরিচালনা করেন উত্তরখান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তুহিন সরকার। তিনি এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির চলমান কর্মসূচি ও ৩১ দফার তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
তুহিন সরকার বলেন, “আমরা বিশ্বাস করি তারেক রহমানের ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের রাষ্ট্র কাঠামো মেরামত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে। জনগণের কাছে এ বার্তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।”
এ সময় স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন। নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
উত্তরখানের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।