পিরোজপুরে পিকআপের ধাক্কায় অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর কাউখালি প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝালকাঠীর রাজাপুর থেকে একটি পিকআপভ্যান পিরোজপুরের দিকে যাচ্ছিল। এটি অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর অতিক্রম করার সময় কাউখালি প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পিকআপভ্যানটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এত সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যান।