বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

তোফায়েল আহমেদ হাসপাতালে লাইফ সাপোর্টে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) তার পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওনার অবস্থা ভালো নয়। হাসপাতালে ভর্তি আছেন। সবাই দোয়া করবেন।”

স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানান, চার দিন ধরে তোফায়েল আহমেদ হাসপাতালে ভর্তি আছেন। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ।

দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতা

গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

রাজনৈতিক জীবন

তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। তিনি মোট নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102