শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটে তিনি পূজামণ্ডপে গিয়ে নিরাপত্তার সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে লক্ষ্যে আনসার-ভিডিপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ইতোমধ্যে প্রতিহত করা হয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।
এসময় উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র আনসার-ভিডিপির নিরাপত্তা উদ্যোগের প্রশংসা করে বলেন, পূজার আগে ও পরে মিলিয়ে ৯ দিনব্যাপী নিরাপত্তা দায়িত্ব পালনের উদ্যোগ পূজার্থীদের মধ্যে আস্থা আরও বাড়াবে।
মহাপরিচালক জানান, এবারের নিরাপত্তা ব্যবস্থায় তরুণ আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রমের কারণে নিরাপত্তা ব্যবস্থা অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (অপারেশন) মো. সাইফুল্লাহ রাসেল, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) মো. আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।