শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

উত্তরায় কফিল উদ্দিনের জনসংযোগ, ৩১ দফা লিফলেট বিতরণ

তমাল ফরাজী, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

উত্তরায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারণাপত্র বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমদ। 

আজ (শুক্রবার) বিকেলে উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে জনসংযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন।

তিনি জানান, আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এ লক্ষ্যে জনগণের সমর্থন অর্জন ও ৩১ দফার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এম কফিল উদ্দিন উত্তরার বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং তাদের সামনে বিএনপির ঘোষিত ৩১ দফা তুলে ধরেন। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের জনগণ তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি সফল এবং বাস্তবায়ন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102