রাজধানীর উত্তরখানে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’–এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) উত্তরখানের একটি মিলনায়তনে ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় আগামী তিন বছরের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব বেছে নেন উলামায়ে কেরাম।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি সাইফুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী এবং কোষাধ্যক্ষ হয়েছেন তাওহীদুল ইসলাম।
উপস্থিত আলেম-উলামাগণ বলেন, “ইত্তেহাদুল উলামা উত্তরখান শুধু একটি সংগঠন নয়, বরং এটি উত্তরখানের উলামাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে। এই নির্বাচন উলামাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক।”
ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া ও আলিঙ্গনে বরণ করে নেন সহকর্মীরা। এ সময় উপস্থিতদের চোখেমুখে ছিল আনন্দ ও ভবিষ্যতের প্রত্যাশা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খেদমতের উদ্দেশ্যে এই দায়িত্ব নিচ্ছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন উত্তরখানের উলামাদের প্রকৃত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
অন্যদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, প্রতিষ্ঠার শুরু থেকেই ইত্তেহাদুল উলামা উত্তরখান স্থানীয় আলেম-উলামাদের আত্মত্যাগ ও কোরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারের নির্বাচন সেই অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল।