বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

তুরস্কের ধর্মবিষয়ক প্রধান হলেন ড. সাফি আরবাগুশ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান দেশটির নতুন ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান হিসেবে ইস্তাম্বুলের গ্র্যান্ড মুফতি ড. সাফি আরবাগুশকে নিয়োগ দিয়েছেন। তিনি সাবেক প্রধান আলী এরবাশের স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রকাশিত তুর্কি অফিশিয়াল গেজেটে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ড. সাফি আরবাগুশ তুরস্কের একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব।১৯৬৭ সালে উত্তর তুরস্কের আমাসিয়া প্রদেশে জন্ম নেওয়া আরবাগুশ ১৯৮৫ সালে ইমাম ও প্রচারক উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। পরে ১৯৯০ সালে তিনি মারমারা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে যোগ দেন তিনি। ১৯৯৪ সালে স্নাতকোত্তর এবং ২০০১ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।একাডেমিক ক্যারিয়ারে ধারাবাহিক সাফল্যের ফলে ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এ ছাড়া ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত মারমারা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের ভাইস ডিন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২১ সালের অক্টোবরে রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে তাঁকে ইস্তাম্বুলের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি দেশজুড়ে অন্যতম প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।সর্বশেষ ধর্মবিষয়ক প্রধানের দায়িত্ব পেয়ে তিনি তুরস্কের ধর্মীয় নেতৃত্বের শীর্ষ আসনে অধিষ্ঠিত হলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102