বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২০তম দিনের মতো) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ- এ ওয়ান, ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতিমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।আজকের এই খাল পরিষ্কার কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
এসময় তিনি বলেন:
“গত ২রা সেপ্টেম্বর বিএনপি’র সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই লেকেই সারা বাংলাদেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচির উদ্বোধন করেছিলেন। সেই অনুপ্রেরণা থেকেই আমরা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ১২ নম্বর সেক্টরের রূপায়ণ গেট থেকে বিজিএমই ভবন পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ এই দুইটি বড় লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করে আসছি। আমাদের সাথে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন পরিচ্ছন্নতা কর্মীও সকাল থেকে বিকেল পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করছি।আমাদের আশা, আগামী ১০ দিনের মধ্যে ইনশাআল্লাহ এই দুইটি লেক সম্পূর্ণভাবে পরিছন্ন করতে সক্ষম হবো। প্রতিদিন কাজ শেষে আমরা কিছু কথা বলি—
কিন্তু সেটি কখনোই নিজেদের প্রচারের জন্য নয়, বরং জনগণকে সচেতন করার উদ্দেশ্যে। আমরা চাই সারা দেশের বিএনপি’র নেতাকর্মীরা, যেখানেই আছেন না কেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী নিজেদের সমাজ, পাড়া-মহল্লা, ওয়ার্ড, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নালা-খাল-ডোবা পরিষ্কারে এগিয়ে আসবেন। আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকেই এগিয়ে এসেছেন, আরও যদি সকলে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন তবে আমাদের সমাজ দ্রুতই আবর্জনা ও দূষণ থেকে মুক্ত হবে।
তিনি আরও বলেন—
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে সারা পৃথিবীতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার মধ্যে পরিবেশ উন্নয়ন ও খাল-নালা পরিষ্কার রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সারা বাংলাদেশের খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং দেশকে একটি পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—
আগামীতে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন। আর বিএনপি ক্ষমতায় এলে এই লেক শুধু পরিষ্কার-পরিচ্ছন্নই হবে না, বরং লেকের দুই পাড় এমনভাবে সাজানো হবে যাতে মানুষ বসতে পারে, বিশ্রাম নিতে পারে এবং একটি মনোরম পরিবেশ উপভোগ করতে পারে।