বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

দুই হত্যা মামলার তিন আসামি পেলেন বিএনপির শীর্ষ পদ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে। কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত তিনজনই খুনের মামলার আসামি।

গত ২৬ আগস্ট ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফারুক কবিরাজ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির মাতব্বর। এরা তিনজনই এ বছরের এপ্রিল মাসে দলীয় সংঘর্ষে নিহত দুই কর্মীর হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের মাধ্যমে কমিটি করার ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে ভোট বাতিল করে সমঝোতার ভিত্তিতে তিনজনকে শীর্ষ পদে বসানো হয়। এ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুটি খুনের মামলা হয়েছে, যা এখনও তদন্তাধীন। স্থানীয়ভাবে এসব মামলার আপসের সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

অন্যদিকে নতুন নেতারা দাবি করেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

স্থানীয় নেতাদের আশঙ্কা, খুনের আসামিদের শীর্ষ পদে বসানোয় বিএনপিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা আরও গভীর হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102