ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন বলেন, আমাদের দলকে নিয়ে দেশ এবং দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি জনগণের পাশে দাঁড়াবে।
আজ শুক্রবার উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে সাজানোর জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচিতে জনগণের মৌলিক চাহিদা থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে। সেই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপি সারাদেশে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এম কফিলউদ্দিন আরও বলেন, পরিবেশ দূষণ এখন দেশের জন্য হুমকি। ঢাকা শহর ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে রয়েছে। তাই দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা, উপজেলা ও থানাভিত্তিকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
আইনশৃঙ্খলা বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া যাবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা কিশোর গ্যাং পরিচালনা করতে পারবে না। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে সুবিধা ভোগী না হতে পারে, সেদিকে কঠোর নজর রাখা হবে।