রাজধানী উত্তরার দিয়াবাড়ি কাশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দিয়াবাড়ি উত্তরা ১৭ নং সেক্টর অবস্থিত ইসকন মন্দিরের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ১৭ নম্বর সেক্টরের ১নং রোডের খেলার মাঠের উত্তর পাশের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত নারীর পড়নে লাল রংয়ের জামা ও কালো পাজামা ছিল।
সূত্র জানায়, মৃত নারীর বয়স আনুমানিক বিশ-পঁচিশ বছর হবে। ধারণা করা হচ্ছে ১৫/২০ দিন আগে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে। এতে লাশ পঁচে দেহের বিভিন্ন জায়গায় পোকা ধরেছে। মৃত নারীর পিঠ, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কালচে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য কার্যক্রম চলমান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, কদিন পর পর দিয়াবাড়ির এসব ঝোঁপঝাড় থেকে লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।