বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫তম দিন) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টর, এভিনিউ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যেই সারা দেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। আজকের খাল পরিষ্কার কার্যক্রমে নেতৃত্ব দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি নিজে হাতে খাল পরিষ্কার কাজে অংশ নিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন।
এ সময় মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমরা যখন নিজেরাই লেক পরিষ্কার করি, তখন এর ভেতর দিয়ে এক ধরনের অনুধাবন জন্ম নেয়। কিন্তু যদি লেকের আশপাশের বাসিন্দারা সচেতন না হন, তবে এই উদ্যোগের স্থায়িত্ব আসবে না। লেকপাড়ে বর্তমানে অবৈধ দোকান ও ব্যবসা চলায় পুরো পরিবেশ নষ্ট হচ্ছে।”
তিনি আরও বলেন, “উত্তরাবাসীকে আশ্বস্ত করতে চাই— যদি বর্তমান সরকার এসব অবৈধ দখল উচ্ছেদে ব্যর্থ হয়, তবে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শুধু এই লেক নয়, উত্তরার প্রতিটি সেক্টরের লেক এবং ঢাকা-১৮ আসনের সব লেকের সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনা হবে। ইনশাআল্লাহ, বিএনপি সরকারে এসে লেকগুলোকে নতুনভাবে সাজিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলবে।”
উক্ত কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।