মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

সাভারে ছিনতাইকারীকে হাতেনাতে ধরল ডিবি পুলিশ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সাভারে মো. আব্দুস সালাম (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন। গ্রেপ্তার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা গ্রামের মো. রাজনের ছেলে।তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল বগাবাড়ি এলাকার মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ছিনতাইকারী চক্রের সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাভারে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারি, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছিনতাইকারী সালামকে গ্রেপ্তার করা হয়।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার আব্দুস সালাম একজন পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102