মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

তুরাগে গাছে ঝুলানো যুবকের মরদেহ উদ্ধার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর তুরাগে গাছে ঝুলানো অবস্থায় আলম মিয়া (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তুরাগ থানাধীন ধউর এলাকার উত্তরণ হাউজিং সোসাইটির ভেতর থেকে ওই যুবকের মরদেহটি উদ্বার করা হয়। মৃত আলম মিয়া পাশ্ববর্তী আশুতিয়া এলাকার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, উত্তরণ হাউজিংয়ের ভিতরে জেবিএস ভবনের পাশের ফাঁকা জায়গার একটি গাছের সাথে ওই যুবকের লাশ মাটি থেকে ৬/৭ ইঞ্চি ওপরে নাইলনের রশিতে ঝুলে থাকতে দেখা যায়।

এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করেছি। মৃত্যুর প্রাথমিক কারণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তবে মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে গাছের ডাল ও ইটের দেয়ালের পাশে ওই যুবকের লাশ ঝুলে থাকায় বিষয়টি নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকে জানায়, পায়ের নাগালের মধ্যে ইটের দেয়াল ও গাছ থাকার পরও আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক। এর পেছনে অন্য কিছু আছে কিনা সেটি তদন্ত করে দেখা উচিত।

এদিকে, পুলিশ সূত্র জানায়- মৃত আলম মিয়া পেশায় গাড়ী চালক ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং- ৩২/২০২৫) দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102