মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে উত্তরায় গোল টেবিল আলোচনা

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর ৬, রোড ৩, বাড়ি ৮-এ অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্রের শক্তিতে নতুন প্রজন্মের বাংলাদেশ” শীর্ষক এক গোল টেবিল আলোচনা। অনুষ্ঠানের আয়োজন করে Centre for Legal Aid and Solutions (CLAS)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CLAS-এর সভাপতি জনাব মো. রফিকুল ইসলাম। আলোচনায় বক্তারা গণতন্ত্রের ভবিষ্যৎ, নতুন প্রজন্মের ভূমিকা এবং টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মাহমুদ আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. আকরামুল ইসলাম, ড. মো. আমিরুল ইসলাম, কানেকশন এইড-এর চেয়ারম্যান কামরুল ইসলাম, এডভোকেট আমিনুল ইসলাম বুলবুল, শিক্ষাবিদ ফেরদৌস আমিনি, জনি আখন্দ, আফাজ উদ্দিন, ইকবাল ইউসুফ বাবু সিকদার, এডভোকেট জাহিদুল ইসলাম, এডভোকেট সুমন, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, সাগরিকা এবং মো. এমদাদ হোসেন।

সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, “গণতন্ত্র প্রতিদিনের চর্চা, আর সেই চর্চার প্রাণশক্তি আমাদের তরুণ সমাজ। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়।”

বক্তারা তরুণদের রাজনীতি ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102