স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এই বছরও শারদীয় দুর্গাপূজা ধর্মীয় রীতিনীতিমতো নির্বিঘ্নে উদযাপিত হবে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।
উপদেষ্টা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে। কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা, ছিনতাই, চুরি-ডাকাতি, সীমান্ত নিরাপত্তা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
ফরিদপুরের দুটি ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জনদূর্ভোগের বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “জনদূর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। যদি আজকের মধ্যে সমস্যা সমাধান না হয়, আমরা আইন প্রয়োগ করে সড়ক ক্লিয়ার করবো।”
উপদেষ্টা আরও জানান, কারাগারে বয়স্ক ও অসুস্থ বন্দিদের জন্য ছাড়ের বিষয়েও আলোচনা চলছে। মেয়েদের ক্ষেত্রে লাইফটাইম সাজা ২০ বছর করে কমানোর সম্ভাবনা রয়েছে, তবে পুরুষদের ক্ষেত্রে বয়সের ওপর নির্ভর করে সিদ্ধান্ত হবে।