গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় দুঃখজনকভাবে ইন্তেকাল করেন সাংবাদিক তরিকুল ইসলাম। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষদের মাঝে।
শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে গতকাল মরহুমের বাসভবনে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা মরহুম তরিকুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক সহ্য করার শক্তি কামনা করেন। একইসঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে পরিবারকে নগদ দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের নেতারা আশ্বাস দেন, তরিকুল ইসলামের সন্তানদের শিক্ষাজীবনে ছাত্রশিবির সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।