বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে: নৌ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন।’

উপদেষ্টা বলেন, ‘অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো সরকার হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা চলছে। নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন দেখবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102