মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

নিকুঞ্জে খেলার মাঠ দখল করে অবৈধ ফুডকোট

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর নিকুঞ্জ এলাকায় খেলার মাঠে বসানো হয়েছে ফুসকা-চটপটি ও বিড়ি-সিগারেটের দোকানপাট। এতে মাঠের একাংশ পুরোপুরি দখল হয়ে গেছে। শুধু তাই নয়, মাঠের ওপর দিয়ে বাঁশের খুঁটি টেনে মাঠ থেকে একটি অংশকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এতে শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার একমাত্র খেলার মাঠ বেদখলের পথে বলে অভিযোগ বাসিন্দাদের। খেলার মাঠের জায়গা দখল করে এমন অবৈধ স্থাপনা বসানো ও মাঠ বেদখলের চিত্র রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একমাত্র খেলার মাঠটিকে ঘিরে।

স্থানীয়দের অভিযোগ, খোদ নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির নিয়োজিত প্রশাসকের অনুমোদনে খেলার মাঠে বসানো হয়েছে এসব দোকানপাট। আর দোকানপাট থেকে ফেলে দেয়া খাবারের উচ্ছিষ্ট আর কাগজের খোসায় প্রতিনিয়তই বিবর্ণ হচ্ছে মাঠের পরিবেশ। এমনকি সন্ধ্যার পর এসব দোকানপাটে বসে উন্মুক্ত ধুমপান ও বাজে আড্ডায় মেতে ওঠে বহিরাগতসহ উঠতি বয়সের তরুণ-তরুণীরা। এতে করে সন্ধ্যার পর মাঠে আসার মতো পরিবেশ থাকে না বলে অভিযোগ বাসিন্দাদের।

সরেজমিন গিয়ে দেখা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুযায়ী এলাকার ৫ ও ৮ নম্বর সড়কের মধ্যবর্তী স্থানের প্রায় ৪০ কাঠা আয়তনেরও বেশি জায়গাজুড়ে নিকুঞ্জ-২ খেলার মাঠটির অবস্থান। মাঠের পূর্ব পাশে নিকুঞ্জ কেন্দ্রীয় মসজিদ, ডেসকো অফিস ও নিকুঞ্জ-২ কল্যাণ সমিতি কার্যালয়। পশ্চিমে ৬ ও ৭ নম্বর রোডের সংযোগ সড়ক। দক্ষিণে ৫নং রোড ও উত্তরে ৮ নম্বর রোড। আর এই ৮ নম্বর রোড সংলগ্ন মাঠের উত্তর পাশের অংশটির চারপাশে বাঁশের খুটি টেনে স্থানটিতে ১৫/২০টির লোহার তৈরি দোকান বসিয়ে নিয়মবহির্ভূতভাবে গড়ে তোলা হয়েছে খাবারের দোকানপাট। সেই সাথে ড্রেনের ওপর বসানো হয়েছে একাধিক কাঁচা তরকারির ভ্যান। আর এসব দোকানপাটের বৈধতা হিসেবে বিলবোর্ডের ওপর টানানো হয়েছে সমাজকল্যাণ থেকে নিয়োজিত ‘নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির প্রশাসকের আদেশ’ সম্বলিত ব্যানার।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ আওয়ামী লীগ সমর্থিত লোকজন নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির কমিটি থেকে সরে গেলে এলাকাবাসীর সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু, স্থানীয় অপর একটি পক্ষ ওই এডহক কমিটির ব্যাপারে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে এ নিয়ে অভিযোগ জানালে তেজগাঁও সার্কেলের সমাজসেবা কর্মকর্তা ইনসান আলীকে প্রশাসক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। বর্তমানে এডহক কমিটির প্রশাসকের আদেশে মাঠের উত্তরপাশে এসব দোকানপাট বসানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে মাঠের ওই অংশটি স্থায়ীভাবে বেদখলের আশঙ্কা বাসিন্দাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক স্থানীয় বাসিন্দা উত্তরা নিউজকে জানান, মাঠের জায়গায় ফুডকোট বসানোর কারণে পুরো মাঠটিই এখন বেদখলের মুখে। মাঠের পশ্চিম পাশেও বাঁশ দিয়ে ঘরের মতো বানিয়ে রাখা হয়েছে। উত্তরপাশের জায়গাটা আলাদা বাঁশের বেড়া দিয়ে মাঠ থেকে ওই জায়গা আলাদা করে ফেলা হয়েছে। অথচ রাজউক থেকে অনুমতি নিয়ে ওই জায়গাটাতে এলাকার শিশুদের জন্য কিডস জোন বা নান্দনিক শিশু পার্ক তৈরি করা যেতো। প্রশাসকের আদেশে ওখানে যে ধরণের ফুডকোট বসানো হয়েছে এলাকাবাসী কোনভাবেই এর পক্ষে নেই।

ইদ্রিস পাটোয়ারি নামের এক ষাটোর্ধ্ব বাসিন্দা জানায়, সন্ধ্যার পর উঠতি বয়সী তরুণ-তরুণীরা মাঠের ওই অংশের বিভিন্ন দোকানপাটে বসে ধুমপান ও আড্ডা দেয়। অনেককেই বিড়ি-সিগারেট নিয়ে মাঠের কোণায় কোণায় বসে আড্ডা দিতে দেখা যায়। দোকানপাট হওয়ার মসজিদের সামনের মাঠটিতে তো এখন আড্ডাখানায় পরিণত হয়েছে।

কথা হয় মাঠে খেলতে করতে আসা কয়েকজন স্থানীয় যুবকের সাথে। রিফাত নামের এক যুবক জানায়, ১০-১২ বছর ধরেই এই মাঠে খেলি। আগে মাঠে ঘাস ছিল। এখন ধুলোবালি আর ইটের টুকরোতে মাঠ ভরে গেছে। মাঠের জায়গায় দোকানপাট হওয়ায় আমাদের খেলাধুলার জায়গাও এখন কমে গেছে।

পার্কের উত্তর পাশের ৮ নম্বর সড়ক ধরে চার বছরের ছোট্ট মেয়েকে নিয়ে হাটতে আসা আয়েশা সিদ্দিকা নামের এক নারী বাসিন্দা জানায়, কল্যাণ সমিতির পাশের ওয়াকওয়েতে কিছুটা হাটাচলার ব্যবস্থা আছে। কিন্তু, ওটা পর্যাপ্ত নয়। কল্যাণ সমিতির সামনের খেলার মাঠটা যেহেতু বড় আছে তাই উত্তরপাশের জায়গাটিতে দোকানপাট না বসিয়ে ওখানে শিশুদের জন্য একটা পার্ক করা যেতে পারতো। এতে আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে পার্কে গিয়ে বসতে পারতাম।

এলাকার খেলার মাঠ ঘিরে ফুডকোট এবং এমন অব্যবস্থাপনার বিষয়ে কথা হয় নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির সাবেক সদস্য ইকবাল হোসেন ভূঁইয়ার সঙ্গে। এ ব্যাপারে উত্তরা নিউজকে তিনি জানান, একটা আবাসিক এলাকার খেলার মাঠ দখল করে দোকানপাট বসানো কোনভাবেই কাম্য নয়। যারা এগুলো বসিয়েছে তারা নিজেদের স্বার্থে এসব করছে। আর এসবের কারণে আমাদের নিকুঞ্জ-২ এলাকাটা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। যারা কমিটিতে আছে তারাই এসবের অনুমোদন দিচ্ছে।

সমিতির অপর সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মজিদ উত্তরা নিউজকে জানান, মাঠের ওই জায়গাটাতে রাজউকের অনুমতি নিয়ে সমিতির পরিচালনায় একটা স্কুল হতে পারে। সেই সাথে সৌন্দর্যবর্ধনে মাঠের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাঠকে সবুজায়ন, ওয়াকওয়ে ও বসার জায়গা ইত্যাদি নির্মাণ করলে এলাকাবাসীর জন্য অনেক ভাল হবে। কিন্তু, এই কাজগুলো করতে হলে নির্বাচিত কমিটি দরকার। বর্তমানে প্রশাসকের অনুমোদনে মাঠের উত্তরপাশের জায়গায় ফুডকোট বসানোর কাজটি মোটেও ভাল হয়নি।

এদিকে, খেলার মাঠের জায়গা দখল করে দোকানপাট বসানোর অনুমোদনের বিষয়ে জানতে চাইলে নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির প্রশাসক ও তেঁজগাও সার্কেল সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, আমার অনুমোদনে নয়। ওখানে কমিটি আছে, কমিটির অনুমোদনে এটা হয়েছে। এ সময় দোকানপাট বসানোয় বিলবোর্ডে প্রশাসকের আদেশ সম্বলিত ব্যানারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওখানে কি লেখা আছে বলতে পারব না। ওখানে (মাঠে) যা হয়েছে সেটা যদি বিধি সম্মত না হয় থাকে তাহলে সেটা কেউ অভিযোগ দিক। বিধি সম্মত না যদি না হয়ে থাকে তাহলে সেটা বিবেচনা করা যেতে পারে। তবে রাজউকের মাস্টারপ্ল্যান অনুযায়ী খেলার মাঠের জায়গায় দোকানপাট বসানো কতটা বিধিসম্মত? এমন প্রশ্নের জবাব এড়িয়ে প্রশাসক ইনসান আলী বলেন, এ ব্যাপারে কমিটির মিটিং আছে। মিটিংয়ে এসে বলুন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102