ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানিয়েছেন, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে।
এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ মহাসড়কটিতে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।