বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ম দিনের মতো) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কার করে কর্মসূচির সূচনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি সারাদেশে বাস্তবায়িত হচ্ছে। রাজধানীতে কর্মসূচি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আওলাদ হোসেন ও আনোয়ার হোসেন অনিক, ১ নং সদস্য মোহাম্মদ বাদল হাওলাদার, সদস্য আমিন হোসেন, বিএনপি নেতা নুর আলম সোহাগ, পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন জাফরান, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাইতুল আহমেদ বাশার, পশ্চিম থানার যুগ্ম আহ্বায়ক এস এম ফরহাদসহ অনেকে।
এছাড়া বিএনপি নেতা আব্দুর রশিদ, সিদ্দিক, রফিকুল ইসলাম, মোঃ সোহাগ, সুফিয়ান, রাহুল, আশরাফ, পারবেজসহ অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১ নং ওয়ার্ড বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারবিন আক্তারও কর্মসূচিতে ছিলেন।