বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর, থাকবে কত দিন?
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
দেশের বিভিন্ন এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী চারদিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এসব এলাকা বৃষ্টি হতে পারে। এ সময় ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।১৫ সেপ্টেম্বরের পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..