ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় অবস্থিত এই লকারটি রয়েছে বলে সিআইসি সূত্র নিশ্চিত করেছে।
সিআইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে, অপরটি ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে সংরক্ষিত আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে সিআইসি কর্মকর্তারা একটি অভিযান চালিয়ে লকারটি শনাক্ত করেন।
এক ঊর্ধ্বতন সিআইসি কর্মকর্তা সাংবাদিকদের জানান, “বাংলাদেশ ব্যাংকের প্রক্রিয়া অনুসারে সমস্ত বৈধ ধাপ সম্পন্ন হওয়ার পরই লকারটি খোলা হবে। লকারে থাকা তথ্য বা সম্পদ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।”
সূত্র আরও জানান, এই লকারটি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল এবং সিআইসি এটি শনাক্ত করার জন্য দীর্ঘ প্রস্তুতি ও যাচাই-বাছাই করেছে।