‘জবাব’ নিয়ে ভাবনা নেই বাংলাদেশের
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং নিয়ে হয়েছে এশিয়া কাপের ‘বি’ গ্রুপটি, যাকে বিশ্লেষকরা এবারের এশিয়া কাপের ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে দেখছেন। সেরা চারে যাওয়ার পথে এখানে মূলত লড়াই হবে প্রথম তিন দলের। এই লড়াইয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে এগিয়ে রাখছেন রাসেল আরনল্ড ও আকাশ চোপড়ার মতো বিশ্লেষকরা। সম্প্রতি এই সংস্করণে ছন্দে থাকলেও বড় মঞ্চে বাংলাদেশের ব্যর্থতাই বেশি ধরা পড়েছে তাঁদের চোখে।তবে বাইরের আলাপ আপাতত ভাবনায় নিচ্ছে না বাংলাদেশ। এশিয়া কাপ খেলতে গতকাল দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বাংলাদেশ দলের প্রতিনিধি জাকের আলীর কথায়ই তা পরিষ্কার।বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাকের। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান হয়ে নেদারল্যান্ডসকে সিরিজ হারানো দলটি এক বছরের বেশি সময় ধরে একসঙ্গে খেলছে।জাকেরের কণ্ঠেও ছিল সেই আত্মবিশ্বাসের ছোঁয়া। এশিয়া কাপে তাই খেলতে চান নিজেদের সেরা ক্রিকেটটা, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই এই মানসিকতা (চ্যাম্পিয়ন হওয়া) নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই রকম আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি লেখেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি, সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব। একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।’অধিনায়কের সঙ্গে মিল রেখে ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনার কথা বলেছেন জাকেরও, ‘আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোনোর চেষ্টা করব।এভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। ভালো প্রস্তুতি হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে। আশা করি এটা খেলার ফলাফলে প্রভাব ফেলবে।’
গতকাল দুই ধাপে আমিরাতে গেছে বাংলাদেশ দল। প্রথম ধাপ রওনা হয় সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে। দ্বিতীয় ধাপে ক্রিকেটাররা আমিরাতের উদ্দেশে উড়াল দেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ফ্লাইটে। ‘ট্রাভেল ডে’র পরদিন, আজ থেকে আবুধাবিতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। এর আগে আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল ক্যাম্প করেন ক্রিকেটাররা। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ নেই জাকেরের। বরং প্রস্তুতির সন্তুষ্টির কথাই উঠে এসেছে তাঁর কথায়, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, ভালো প্রস্তুতি হয়েছে। ড্রেসিংরুমের অবস্থাও সব সময়ের মতো ভালো।’এই সময় বাংলাদেশের প্রস্তুতির নতুন সংযোজন ছিল বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তিন সপ্তাহের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। তাঁর সঙ্গে কাজ করার সুফল কাজে লাগাতে চান জাকের, ‘জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। আশা করি, স্কিলগুলো খুব কাজে দেবে।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..