শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

হলিস্টিক হোম বিল্ডার্সের প্রতারণায় নিঃস্ব শত শত বিনিয়োগকারী

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শত শত বিনিয়োগকারী। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে মালিকপক্ষ পলাতক রয়েছে। ভুক্তভোগীরা গত ৫ আগস্ট শুক্রবার রাজধানী উত্তরার রাজউক মডেল কলেজের সামনে সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিনিয়োগকারীরা জানান, এই প্রতারণার কারণে অনেকেই সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন। শুধু তাই নয়, টাকার শোকে এখন পর্যন্ত ৮-১০ জন বিনিয়োগকারী হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এক ভুক্তভোগী বলেন, “আমার জামাই আমাকে ডিভোর্স দিয়েছে শুধু এই টাকার কারণে।” আরেকজন জানান, “এই টাকার জন্য আমার মেয়ের জামাই আমার মেয়েকে টর্চার করে।” অন্য এক ভুক্তভোগী বলেন, “রিটার্ড হওয়ার পর জীবনের সমস্ত সঞ্চয় এখানে বিনিয়োগ করেছিলাম। এখন আমি নিঃস্ব।”

ভুক্তভোগীরা জানান, টাকার শোক বড় শখ। প্রতারক শিশির আওয়ামী লীগের একজন ক্যাডার। টাকা চাইলে সে হুমকি ধমকি দেয়।

তাদের দাবি, সরকারের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ প্রতারণার বিচার হবে না। তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং বিনিয়োগকারীদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সাধারণ বিনিয়োগকারীদের জীবন বাঁচাতে এবং পরিবারগুলোকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102