২৬ জনের তালিকা দেওয়াটা হয়তো বড় ভুল হতে পারে। মান তো আছেই, তবে দলের সম্মিলিত শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’অন্যদিকে ঘরের মাঠ রিও ডি জেনিরোয় চিলিকে আটকাতে রণকৌশল সাজাতে যখন ব্যস্ত আনচেলত্তি তখন আবার কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে। কেননা নিজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন নেইমার। চোটের কারণে দল থেকে বাদ পড়েননি বলে জানিয়েছেন তিনি।তবে দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছিলেন, গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়ায় আমরা চেয়েছি সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজাতে। ব্রাজিল কোচের এমন মন্তব্যের পর নেইমার নিজের বিষয়টা পরিস্কার করায় তাই দ্বিতীয়বার আনচেলত্তিকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামার আগে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘শারীরিক কোনো সমস্যা নয়, কৌশলগত সিদ্ধান্ত ছিল। বেশ কিছু কারণে এই কৌশলগত সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নেইমারের প্রতিভা নিয়ে কেউই দ্বিমত করতে পারবে না। তবে তার এবং অন্যদেরও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’এর আগে নেইমার বলেছিলেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি এখন দলে নেই, বাইরে বসেই দলকে সমর্থন করব।’