বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

ট্রাম্পের প্রধান বিপদ তাঁর অজ্ঞতা: মার্কিন মিডিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মার্কিন সংবাদপত্র হাফপোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, জলবায়ু ব্যবস্থাপনা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি—প্রায় সব ক্ষেত্রেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলো ভ্রান্ত ধারণা ও ভিত্তিহীন আত্মবিশ্বাসের ওপর নির্ভরশীল ছিল, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের জন্য গুরুতর পরিণতি ডেকে এনেছে।

হাফপোস্টের আলোচিত নিবন্ধটির শিরোনাম ছিল— “হয়তো ট্রাম্প সত্যিই একজন বোকা”। এতে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, শপথ নেওয়ার মাত্র দশ দিন পর ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় সিয়েরা নেভাদা পাহাড়ের দুটি জলাধার থেকে বিলিয়ন গ্যালন পানি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এসব পানি লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়নি, বরং স্থানীয় এলাকায় বন্যার ঝুঁকি তৈরি করেছিল। স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালেক্স প্যাডিলা এ ঘটনাকে “বিপজ্জনক প্রচারণার স্টান্ট” বলে আখ্যায়িত করেন।

হাফপোস্ট আরও উল্লেখ করে, ট্রাম্পের আরোপ করা বাণিজ্য শুল্ক আমেরিকার গ্রাহক, কৃষক ও উৎপাদনকারীদের ওপর বড় আর্থিক চাপ তৈরি করেছিল। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ট্রাম্প প্রায়ই সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে অক্ষম ছিলেন। প্রাক্তন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস তাকে “পঞ্চম শ্রেণির ছাত্রের মতো শিক্ষিত” হিসেবে আখ্যায়িত করেন, আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সরাসরি তাকে “সম্পূর্ণ বোকা” বলে উল্লেখ করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে ট্রাম্প “নতুন উপকূলীয় ভূমি সৃষ্টির সুযোগ” বলে অভিহিত করেছিলেন। এমনকি তিনি দাবি করেছিলেন, ওষুধের দাম ১,৫০০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এসব দাবিকে হাফপোস্ট অবাস্তব, অযৌক্তিক এবং বিপজ্জনক ভুল ধারণার ফলাফল বলে আখ্যায়িত করেছে।

হাফপোস্টের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প প্রায়ই নীতিনির্ধারণের ক্ষেত্রে সরকারি গোয়েন্দা প্রতিবেদন বা বিশেষজ্ঞদের মতামতের পরিবর্তে ব্যক্তিগত আলাপ-আলোচনা ও গুজবকে বেশি গুরুত্ব দিতেন, যা তার সিদ্ধান্তগুলোকে অনির্ভরযোগ্য ও বিপর্যয়কর করে তুলেছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102