বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ভারত-চীন বন্ধুত্ব জরুরি: শি জিনপিং

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত-চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (৩১ আগস্ট) উদ্বোধনী ভাষণে শি বলেন, “ড্রাগন (চীন) এবং হাতির (ভারত) একত্রিত হওয়া জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, চীন-ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল ও প্রাচীন সভ্য দেশ, যারা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অংশ। তাই কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে উভয় দেশের সম্পর্ক পরিচালনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি প্রসঙ্গে শি বলেন, বহুপাক্ষিকতা ও বহুমেরু বিশ্ব গড়তে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গণতন্ত্র বজায় রাখতে এবং বৈশ্বিক শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠায় দুই দেশের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বলেন, পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সাত বছরের মধ্যে এটি মোদির প্রথম চীন সফর। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর সম্পর্কের অবনতি ঘটলেও গত এক বছরে সীমান্তে অচলাবস্থা নিরসনে উভয় দেশ অগ্রগতি অর্জনের ঘোষণা দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102