বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৪ মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২,২৬৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপি জানায়, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে শুধু মামলা নয়, একই অভিযানে ৩৯০টি গাড়ি ডাম্পিং এবং ১১৮টি গাড়ি রেকার করা হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ আরও জানায়, মহানগরজুড়ে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালক ও পথচারীদের সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীর ভেতরে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত ও নাগরিক ভোগান্তি কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, “সবার সহযোগিতা ছাড়া রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই চালক, মালিক এবং সাধারণ জনগণকে অবশ্যই আইন মেনে চলতে হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102