বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৮ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রোডম্যাপের খসড়া তৈরি হয়ে গেছে এবং কমিশনের অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। কর্মপরিকল্পনায় আন্তঃঅনুবিভাগীয় কার্যক্রম ও প্রাসঙ্গিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সচিব বলেন, বর্তমানে উদ্বেগের কোনো কারণ নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে এবং নিয়মিত সমন্বয় বজায় রাখা হচ্ছে।

তিনি জানান, ৮৩টি আসন নিয়ে আসা আপত্তির শুনানি ২৪ আগস্ট থেকে চার দিনব্যাপী চলবে। এছাড়া এনআইডি সংশোধন বিষয়ে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার আপিল জমা পড়েছে, তবে সংখ্যা ধীরে ধীরে কমছে।

ভোটকেন্দ্র প্রসঙ্গে জানানো হয়, কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না, তবে যৌক্তিক প্রয়োজনে সমন্বয় করা হতে পারে। রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে ২২টি দলের যাচাই মাঠপর্যায়ে চলছে, আর যাদের আবেদন বাতিল হয়েছে তাদের স্পষ্ট কারণ জানানো হবে।

সচিব আরও জানান, ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম-২ এর পুরনো নথি স্ক্যান করে পোর্টালে যুক্ত করার কাজ শুরু হয়েছে। এতে তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, “আমরা চাই শেষ মুহূর্তে হুড়োহুড়ি না করে আগেভাগেই কাজ শেষ করতে। এতে সমন্বয় আরও সহজ হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102