বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

খাদ্য মন্ত্রণালয়ের রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫’ এ বছরের লক্ষ্য ছাড়িয়ে ধান ও চাল সংগ্রহে নতুন ইতিহাস গড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি।

সিদ্ধ চালের সংগ্রহের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা ১৪ লাখ মেট্রিক টনের চেয়ে বেশি। এছাড়া আতপ চাল সংগ্রহের ক্ষেত্রে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্য ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি।

কর্মসূচি গত ১৫ আগস্ট সমাপ্ত হয়েছে। খাদ্য মন্ত্রণালয় ধান প্রতি কেজি ৩৬ টাকা এবং চাল প্রতি কেজি ৪৯ টাকায় ক্রয় করেছে। সরকারের এই উদ্যোগ কৃষকদের উৎসাহিত করেছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বোরো সংগ্রহ কর্মসূচি বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ইতিহাসে উল্লেখযোগ্য, বিশেষ করে লক্ষ্য ছাড়িয়ে এই রেকর্ড সংগ্রহ দেশের খাদ্য ভাণ্ডারকে আরও মজবুত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102